মাস্কাট, ২ অক্টোবর:
রয়্যাল ওমান পুলিশ (ROP) জানিয়েছে, আল-সুইকে দূষিত বোতলজাত পানি পান করার কারণে এক ওমানি পুরুষ ও এক প্রবাসী নারী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার।
ROP-এর দেওয়া তথ্যে জানা যায়, ইরান থেকে আমদানি করা “Uranus Star” নামক ব্র্যান্ডের পানির নমুনা পরীক্ষায় দূষণ ধরা পড়ে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার থেকে ওই ব্র্যান্ডের সব বোতলজাত পানি প্রত্যাহার করেছে।
সরকার আরও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইরান থেকে সব ধরনের বোতলজাত পানি আমদানি অস্থায়ীভাবে স্থগিত করেছে। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ROP নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে দিয়ে বলেছে, “Uranus Star” নামক কোনো বোতলজাত পানি যেন কেউ পান না করেন। যদি কারও কাছে এই পানি থেকে দূষণের প্রমাণ পাওয়া যায়, তবে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে
মাস্কাট, ২ অক্টোবর:
রয়্যাল ওমান পুলিশ (ROP) জানিয়েছে, আল-সুইকে দূষিত বোতলজাত পানি পান করার কারণে এক ওমানি পুরুষ ও এক প্রবাসী নারী মারা গেছেন। ঘটনাটি ঘটেছে সোমবার।
ROP-এর দেওয়া তথ্যে জানা যায়, ইরান থেকে আমদানি করা “Uranus Star” নামক ব্র্যান্ডের পানির নমুনা পরীক্ষায় দূষণ ধরা পড়ে। এ ঘটনার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বাজার থেকে ওই ব্র্যান্ডের সব বোতলজাত পানি প্রত্যাহার করেছে।
সরকার আরও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ইরান থেকে সব ধরনের বোতলজাত পানি আমদানি অস্থায়ীভাবে স্থগিত করেছে। একই সঙ্গে জনস্বাস্থ্য রক্ষায় বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ROP নাগরিক ও প্রবাসীদের সতর্ক করে দিয়ে বলেছে, “Uranus Star” নামক কোনো বোতলজাত পানি যেন কেউ পান না করেন। যদি কারও কাছে এই পানি থেকে দূষণের প্রমাণ পাওয়া যায়, তবে তা অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানানো হয়েছে
মতামত