
২০২৫ সালের এপ্রিল-মে মাসে মাত্র তিন সপ্তাহে ভারতের বিভিন্ন রাজ্যে ১০,০০০টিরও বেশি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে, যার অধিকাংশই মুসলিম-অধ্যুষিত এলাকায়।
সরকার একে “ঝুপড়ি উচ্ছেদ” বা “স্লাম ক্লিয়ারেন্স” হিসেবে ব্যাখ্যা করলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার মতে, এটি একতরফা ও বৈষম্যমূলক দমননীতি।
উল্লেখযোগ্য তথ্য:
২০২২–২০২৩ সালের মধ্যে ১,৫৩,৮২০টি ঘরবাড়ি ধ্বংস করা হয়েছে।
৭,৩৮,৪৩৮ মানুষ উচ্ছেদ হয়েছে তাদের বাসস্থান থেকে।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এক্ষেত্রে মুসলিম পাড়া-মহল্লাগুলোই বেশি টার্গেট করা হয়েছে।
এতে প্রশ্ন উঠেছে
প্রশাসনিক আইন প্রয়োগ কি সকল সম্প্রদায়ের প্রতি সমভাবে হচ্ছে?
মানবাধিকার ও বসবাসের অধিকার কি ভারতীয় সংবিধান ও আন্তর্জাতিক চুক্তির আলোকে বজায় রাখা হচ্ছে?
অনেক বিশ্লেষক এই ঘটনাগুলোকে "পূর্ব প্রান্তের ইসরায়েল" উপাধি দিয়ে অভিহিত করছেন, যেখানে বিশেষ টার্গেট করা জনগোষ্ঠীকে লক্ষ্য করে অবকাঠামো ধ্বংস ও উচ্ছেদ চালানো হচ্ছে।
সূত্র: TRT
শনিবার, ০৫ জুলাই ২০২৫
প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৫
আপনার মতামত লিখুন