Hello Oman বাংলা নিউজ ডেস্ক ||
ওমানে সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে রায়াল ওমান পুলিশ (ROP) দেশজুড়ে চালু করতে যাচ্ছে নতুন ধরণের স্মার্ট প্রযুক্তি নির্ভর ট্রাফিক মনিটরিং সিস্টেম। দেশব্যাপী বিভিন্ন গুরুত্বপূর্ণ মহাসড়ক ও ব্যস্ত নগর সড়কে এই প্রযুক্তি ব্যবহার করে ট্রাফিক আইন ভঙ্গকারী চালকদের দ্রুত শনাক্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।এই উদ্যোগের মাধ্যমে প্রথমবারের মতো এমন সব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে যা শুধুমাত্র গতি নয়, বরং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার, সিটবেল্ট না বাঁধা, ট্রাফিক লাইন ভঙ্গ এবং রেড লাইট অমান্য করার মতো আচরণও শনাক্ত করতে পারবে। আধুনিক এই ব্যবস্থা বাস্তবায়নের ফলে পুলিশ কর্মকর্তারা রিয়েল টাইমে ডেটা বিশ্লেষণ করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবেন।রায়াল ওমান পুলিশ জানিয়েছে, ইতোমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ এলাকায় পরীক্ষামূলকভাবে এই প্রযুক্তি স্থাপন শুরু হয়েছে। সড়কগুলোতে স্থাপিত উন্নতমানের AI ক্যামেরা ও সেন্সর চালকদের আচরণ ও যান চলাচলের গতিবিধি পর্যবেক্ষণ করে তা কেন্দ্রীয় সিস্টেমে পাঠাবে। এ ধরনের স্মার্ট ব্যবস্থাপনায় মেশিন লার্নিং ও ইমেজ প্রসেসিং টেকনোলজি ব্যবহৃত হবে।ROP-এর এক সিনিয়র কর্মকর্তা বলেন, “সড়কে শুধুমাত্র পুলিশি নজরদারি যথেষ্ট নয়। চালকদের নিজস্ব সচেতনতাও জরুরি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে নিয়ম ভঙ্গ খুব দ্রুত ঘটছে, যেটা মানুষিক পর্যবেক্ষণে ধরা পড়ে না। সেক্ষেত্রে এই প্রযুক্তি আমাদের জন্য সহায়ক হবে।”ওমান সরকার ও ROP দীর্ঘদিন ধরেই সড়ক দুর্ঘটনার হার কমিয়ে আনার জন্য সচেতনতা কার্যক্রম পরিচালনা করে আসছে। তবে সাম্প্রতিক বছরগুলোতে দ্রুতগামী গাড়ি, অসতর্ক চালনা এবং মোবাইল ব্যবহারের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে বলে বিশ্লেষকরা মনে করছেন।এই প্রযুক্তির মাধ্যমে শুধুমাত্র জরিমানা আদায় নয়, বরং চালকদের চালনা প্যাটার্ন, ঝুঁকিপূর্ণ এলাকায় ট্রাফিক কনজেশন ও দুর্ঘটনার প্রবণতা বিশ্লেষণ করে সরকার আরও কার্যকর পদক্ষেপ নিতে পারবে।সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই স্মার্ট প্রযুক্তির ব্যবহার শুধু সড়কে নিরাপত্তা নিশ্চিতই করবে না, বরং ওমানকে পরিণত করবে এক টেক-স্মার্ট রোড ম্যানেজমেন্ট সিস্টেম সমৃদ্ধ দেশ হিসেবে।
কপিরাইট © ২০২৫ হ্যালো ওমান বাংলা ওমানের এক নাম্বার জনপ্রিয় বাংলা নিউজ পোর্টাল । সর্বস্বত্ব সংরক্ষিত